তুমি বললে, এনে দিতে পারি | Bengali Poem
Bengali Poem By BIDISHA ROY
তুমি বললে, এনে দিতে পারি
একটা গোটা আকাশ,
তুমি বললে, পেড়ে দিতে পারি
জ্বলজ্বলে ঐ বিভাস ।
তুমি চাইলে, ছিঁড়ে দিতে পারি
বইয়ের সকল পাতা,
তুমি চাইলে, গড়ে দিতে পারি
আরেকটা কোলকাতা ।
তুমি চাইলে, অনেক কিছুই
করতে পারি আমি,
তুমি চাইলে, হতেই পারি
সপ্ত-সাগর গামী ।
তুমি বললে, করে দিতে পারি
সকাল টাকে দুপুর,
তুমি বললে, এক লহমায়
পড়তে পারি নূপুর ।
তুমি বললে আকাশ জুড়ে
ছড়াবো প্রজাপতি,
তুমি বললে, নীল আকাশে
ভাসাব মোমের বাতি ।
তুমি চাইলে, অনেক কিছুই
হতে পারতো জানো ?
তুমি শুধু একটিবার
আমার কথা মানো ।।
Tumi Bolle, Ane Dite Pari
Ekta Gota Akash,
Tumi Bolle, Pare Dite Pari
Joljole Oi Bhivas.
Tumi Chaile, Chire Dite Pari
Boier Sokol Pata,
Tumi Chaile, Gore Dite Pari
Arekta Kolkata.
Tumi Chaile, Onek Kichui
Korte Pari Ami,
Tumi Chaile, Hotei Pari
Swopto-Sagor Gami.
Tumi Bolle, Kore Dite Pari
Sokal Take Dupur,
Tumi Bolle, Ek Lohomai
Porte Pari Nupur.
Tumi Bolle Akash Jure
Charbo Projapoti,
Tumi Bolle, Nil Akashe
Bhasabo Momer Bati.
Tumi Chaile, Onek Kichui
Hote Parto Jano?
Tumi Sudhu Ektibar
Amer Kotha Mano…
Leave a Reply