আমি খুঁজে ফিরছি আজ | শুধু দুটি হাত | Bengali Poem
Bengali Poem By BIDISHA ROY
আমি খুঁজে ফিরছি আজ…
শুধু দুটি হাত…সেই দুটি হাত…
যা শক্ত হাতে সামলাবে আমার মন–
আমি ভাসছি এখন… অসীম মহাশূন্যে…
ভারসাম্যহীন মন হারিয়েছে তার অভিকর্ষ;
নিশ্চিন্ত বিলাসযাপন, অমিত অন্ত্যমিল…
আমি বাড়িয়ে রেখেছি আমার হাত…
খুঁজছি পেলব হাতের সেই আদুরে স্পর্শ–
পরম মমতায় ভরা সেই দুটি হাতের
যা দৄঢ় হাতে আগলাবে ভাঙা মন…
বাঁধবে আমার আগলবিহীন দেহ ।
আজ আমি অপেক্ষায় আছি…
চাইছি আজ আসুক সেই দুটি হাত–
এসে ছুয়ে যাক আমায়… করুক হৃদয়স্পর্শ…
পরম নিশ্চিন্ততায় রাখব মাথা তার হাতে;
নির্দ্বিধায় তুলে নেবে সেই সব গুরুভার–
ক্লান্ত মন আজ যা বইতে নারাজ…
আমার সামনে আসুক সেই দুটি কোমল হাত–
চরম ব্যাকুল প্রেমে যে জুড়িয়ে দেবে আজ…
আমার দেহ-মন-প্রাণ…
Ami Khuje Firchi Aaj…
Sudhu Duti Hat… Sei Duti Hat…
Ja Sokto Hate Samlabe Amar Mon-
Ami Vaschi Ekhon… Asim Mohasunne…
Bharsammohin Mon Hariyeche Tar Ovikorso;
Nischonto Bilasjapon, Amit Antomil…
Ami Hariye Rakhachi Amar Hat…
Khujchi Pelob Hater Sei Adure Sporso-
Porom Momotai Vora Sei Duti Hater
Ja Driho Hate Aglabe Vanga Mon…
Badhbe Amar Agolbihin Deho.
Aaj Ami Opekhai Aachi…
Chaichi Aaj Asuk Sei Duti Hat-
Ase Chuye Jak Amai… Koruk Hridoi Sposo…
Porom Nischintotai Rakhbo Matha Tar Hate;
Nirdidhai Tule Nebo Sei Sob Gurubhar-
Klanto Mon Aaj Ja Boite Naraj…
Amar Samne Asuk Sei Duti Komol Hat-
Chrom Bakul Preme Je Juriye Debe Aaj…
Amar Deho – Mon – Pran…
Leave a Reply